হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটে সদর উপজেলা থেকে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব- ৫।
শুক্রবার (১৯জানুয়ারি) দুপুরে জয়পুরহাটে সদর উপজেলার মহুরুল এলাকা থেকে ১৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নয়ন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ।
আজ শনিবার (২০ জানুয়ারী) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব-৫ এর অধিনায়ক মেজর শেখ সাদিক।
গ্রেফতারকৃত আসামী জয়পুরহাট সদর উপজেলার মহুরুল গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে নয়ন হোসেন (২৫)
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস দল অভিযান চালিয়ে নয়ন হোসেন গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী নয়ন হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন প্রান্তে খুচরাওপাইকারী বিক্রি করতো বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।