স্টাফ রিপোর্টারঃ
বগুড়া র্যাব-১২ মানবিক (এসপি) কোম্পানি কমান্ডার গত ১৮ই জানুয়ারি বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার সময় সারিয়াকান্দি এলাকায় অসহায় হতদরিদ্র দুস্থ্য ও নদী ভাঙ্গন কবলিত মানুষদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন। বিশেষ সূত্রে জানা যায়,র্যাব-১২ বগুড়ার চৌকাস মানবিক কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মীর মনির হোসেন এই তীব্র শীতের মাঝে প্রায় প্রতিদিনই গভীর রাতে বগুড়া শহরের বিভিন্ন স্থানে ও গ্রামগঞ্জে ঘুরে ঘুরে প্রকৃত অসহায় ও হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে তিনি নিজ উদ্যোগে তার নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত শীতবস্ত্র জ্যাকেট,কম্বল,চাদর ও মাফলারসহ বিভিন্ন ধরনের গরম কাপড় বিতরণ করছেন। এছাড়াও আরো জানা যায় এবার শীতের প্রকোপ বাড়ার পর থেকেই এই চৌকস মানবিক কোম্পানি কমান্ডার প্রতিদিন প্রতিরাতেই নিজের গাড়িতে করে শীতবস্ত্র নিয়ে বের হন।তিনি এই পর্যন্ত প্রায় ৫শ শতাধিক শীতবস্ত্র বিতরণ করেছেন। এছাড়াও সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের যমুনা নদীর বেড়ি বাঁধের উপরে বসবাসকারি নদী ভাঙ্গনের কবলে বাড়ি-ঘর হারানো ছিন্নমূল অসহায় হতদরিদ্র মানুষের মাঝে এই শীতবস্ত্র তিনি প্রায় ৫০টি পরিবারের মাঝে বিতরণ করেন।