নিজস্ব প্রতিবেদক শেখ রেজাউল করিম রুবেল
বাংলাদেশে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও নির্বাচন ভোটগ্রহণের বিষয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্র।
গতকাল বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘হাজার হাজার রাজনৈতিক বিরোধী নেতাকর্মী গ্রেফতার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে আমরা উদ্বিগ্ন। অন্য পর্যবেক্ষকদের মতো আমাদের মতামত হলো, এ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। সব দল নির্বাচনে অংশগ্রহণ না করায় আমরা হতাশ। নির্বাচনকালীন সহিংসতার নিন্দা জানাই আমরা।’
তিনি বলেন, ‘সহিংসতার ঘটনায় বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্ত, অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছি এবং আমরা সব পক্ষকে রাজনৈতিক সহিংসতা প্রত্যাখ্যান করার জন্য আহ্বান জানাই।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com