শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এমপি বলেছেন মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা গ্রাম হবে শহর এই স্লোগানকে সামনে রেখে তা বাস্তবায়ন করার লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন বলেও জানান তিনি ৷শুক্রবার বিকেলে কপিলমুনি ইউনিয়নের হাউলী ফুলতলা মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল খালেক গাজীর সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক রাসেলের উদ্যোগে প্রতাপকাটী ও হাউলী বাসী কর্তৃক আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন তিনি ৷
উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে কপিলমুনি ইউনিয়ন আ”লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কপিলমুনি কলেজের সাবেক প্রভাষক ক্ষিতিশ মন্ডল,কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার,তালা মুক্তিযোদ্ধা কলেজের উপধ্যক্ষ মোঃ রেজাউল করিম,পাইকগাছা উপজেলা আ”লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য মোঃ অহেদুজ্জামান মোড়ল, কপিলমুনি জাফর আউলিয়া ফাজেল ডিগ্রী মাদ্রাসার প্রভাষক মোঃ মুজিবর রহমান,পিটিডি সুন্দরবন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপ্পী, পাইকগাছা উপজেলা আ”লীগের সভানেত্রী মাছুমা বেগম, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, হরিঢালী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শেখ বেনজীর আহমেদ বাচ্চু, শিক্ষক কওছার আলী গাজী, আলহাজ্ব ডাঃ ওহাব গাজী,আয়ুব গাজী, উপজেলা আ”লীগের সদস্য সরদার মোজাফফার হোসেন, সাবেক প্রধান শিক্ষক ও আ”লীগ নেতা মতিয়ার রহমান,সাবেক ইউপি সদস্য সরদার আরশাদ আলী,ওয়ার্ড আ”লীগের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম,ইউপি সচিব জাবেদ ইকবাল প্রমুখ৷এ সময় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা কামাল,হারুন, সিদ্দিকুর রহমান,আলতাপ,রহমান, নজরুল,মোকলেছুর রহমান বাবলু, সাইফুল্লাহ,সামাদ,হালিম,সাব্বির, হাবিবুর,ইব্রাহিম,মুন্না সহ স্থানীয় আ”লীগ ও সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।