মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন
যশোর জেলা প্রতিনিধি দৈনিক আমার দেশ প্রতিদিন
যশোর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) এর অভিযানে ওয়ানশুটারগানসহ নূর নবী শেখ নুরমিয়া নুরু (৩৮) নামে এক সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।বুধবার(১৭ই জানুয়ারী ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নড়াইল জেলার ভাওয়ালখালী এলাকায় অভিযান চালিয়ে এ আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেফতার করেন যশোর র্যাব-৬ এর সদস্যরা।সে নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামের আকরাম বিশ্বাসের বাড়ীর ভাড়াটিয়া।যশোর র্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজার মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গ্রেপ্তারকৃত নূর নবী শেখ নুরমিয়া নুরু এলাকার চিহ্নিত সন্ত্রাসীও মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কাজে লিপ্ত ছিল। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে একটি ওয়ানশুটারগান পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে নড়াইল সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।