হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটে পাঁচবিবি উপজেলা থেকে মাদক সম্রাট মনিরকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব- ৫।
বুধবার(১৭জানুয়ারি) রাতে জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের ছোটমানিক এলাকা থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি, ম্যাগাজিন একটি, এবং ফেন্সিডিল ১১৬ বোতল সহ মাদক সম্রাট মনির কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে ।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র্যাব-৫ এর অধিনায়ক মেজর শেখ সাদিক।
গ্রেফতারকৃত আসামী পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের ছোটমানিক গ্রামের মিজানুুর রহমান মিনুর ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস দল অভিযান চালিয়ে মাদক সম্রাট মনির কে নিজ শয়ন কক্ষে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মাদক সম্রাট মনির এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী।সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ও অস্ত্র সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন প্রান্তে খুচরাওপাইকারী বিক্রি করতো বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ।
জয়পুরহাট র্যাব -৫ এর অধিনায়ক মেজর শেখ সাদিক বলেন,গ্রেফতারকৃত আসামীকে পাঁচবিবি থানার সোপর্দ করা হয়েছে ।