হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ই জানুয়ারী ২০২৪ বৃহস্পতিহার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল হায়াত’র সভাপতিত্বে আইন—শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) ওওয়াসীম আলবারী, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা, পৌর মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল আবাসিক অফিসার ডাক্তার জুয়েল, উপজেলা গ্রাম আদালত প্রকল্প সমন্বয়কারী বিপ্লব হোসেন, বীর মুক্তিযোদ্ধা মনীশ চৌধুরী, কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর ও ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত নিকাহ্ রেজিস্টার মুনছুর রহমান, সমাপনী বক্তব্যে উক্ত সভার সভাপতি ইউএনও মহোদয় মাদক, জুয়া বন্ধ ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং এলাকায় শান্তি—শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়েছে। ইউএনও মহোদয় এ বিষয়ে সকলের কাছে সহযোগিতা চেয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন। এসময় উক্ত উপজেলা আইন—শৃঙ্খলা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।