পাবনা জেলা প্রতিনিধি
লাবলু বিশ্বাস
পাবনার ঈশ্বরদীতে জমকালো আয়োজনে দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন এশিয়ান টেলিভিশনের ১১তম বর্ষপূর্তি একইসাথে এশিয়ান রেডিও ৯০.৮ এফএম-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে ঈশ্বরদী প্রতিনিধি’র কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এশিয়ান টেলিভিশন ঈশ্বরদী প্রতিনিধি মোঃ রাসেল আলী’র সভাপতিত্বে বিজয় টেলিভিশন ঈশ্বরদী প্রতিনিধি ও দৈনিক ঈশ্বরদী নিউজের সম্পাদক আশরাফুল ইসলাম সবুজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলাম, ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী পৌর সভার প্যানেল মেয়র আবুল হাসেম, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান রহমান বিরু,
ঈশ্বরদী প্রেসক্লাবের সহ সভাপতি খন্দকার মাহবুবুল হক দুদু, সহ-সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর ঈশ্বরদী প্রতিনিধি মহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ও কালের কন্ঠ ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী হাসান।
এসময় ঈশ্বরদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শেখ মহসীন, সংবাদ ভূমি সম্পাদক খালেদ মাহমুদ সুজন, দৈনিক ঈশ্বরদী নিউজের নির্বাহী সম্পাদক রাকিবুল ইসলাম রকিব, জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা ঈশ্বরদী প্রতিনিধি ফিরোজ মাহমুদ, দৈনিক আনন্দবাজার পত্রিকার প্রতিনিধি তুহিন হোসেন, দৈনিক স্বত কন্ঠ’র স্টাফ রিপোর্টার সৌরভ কুমার দেবনাথ, দৈনিক প্রতিদিনের কাগজ ঈশ্বরদী প্রতিনিধি রাকিব বিশ্বাস, বিডি লাইভ ২৪ ঈশ্বরদী প্রতিনিধি ফারাবী বিন সাকিব, প্রতিদিনের বাংলাদেশ ঈশ্বরদী প্রতিনিধি মিঠুন মাহবুব, এসডি টেলিভিশন পাবনা জেলা প্রতিনিধি লাভলু বিশ্বাস, সাংবাদিক হাবিব সহ স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।