জুয়েল আহমেদ :২৮নং ওয়ার্ড ধরমপুর পূর্বপাড়া নির্বাসী ও রাজশাহী সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত ব্যবসায় পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বুধবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়।
শোক বার্তায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মহোদয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী মঙ্গলবার রাত ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর খোজাপুর কবরস্থানে জানাজা নামাজ শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।#