এম মনিরুজ্জামান, পাবনা :
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে,৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা,সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল। স্বাগত বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন। এছাড়াও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, সিনিয়র শিক্ষক আক্তারুজ্জামান জর্জ।