দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান হোসেন সিদ্দিকী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশি স্পেশালাইজ হাসপাতালে তিনি মারা যান।জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এবং সমকালের নগর সম্পাদক শাহেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রেজোয়ান সিদ্দিকী দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তার নিয়মিত ডায়ালাইসিস চলছিল।
রেজোয়ান হোসেন সিদ্দিকী জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য ছিলেন। বুধবার দুপুর ১২টায় রেজোয়ান সিদ্দিকীর জানাজা প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শাহেদ চৌধুরী।রেজোয়ান সিদ্দিকীর জন্ম ১৯৫৩ সালে টাঙ্গাঈল জেলার এলাসিন গ্রামে। বাবা মরহুম আতিকুল হোসেন সিদ্দিকী। মা মরহুমা হাওয়া সিদ্দিকী।
তিনি সাংবাদিকতা পেশা শুরু করেন ১৯৭২ সালে দৈনিক বাংলায়। সেখানে ছিলেন সিনিয়র সহকারী সম্পাদক। এদিকে জীবনের শেষের দিকে দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন চার বছর।।