মোঃ হাসমত আলী অপু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
১৭ই জানুয়ারী’২৪’ কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (খ) সার্কেলের পরিদর্শক
মাহবুবা জেসমিন রুমার নেতৃত্বে,
এবং ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু ‘র উপস্থিতিতে দিনব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়, অভিযানে ৯ জন আসামীকে গ্রেফতার করেন।
দৌলতপুর থানাধীন ফিলিপ নগর গ্রামের মৃত জব্বার প্রামাণিকের বাড়িতে অভিযান পরিচালনা করলে একটি সাদা রংয়ের প্লাস্টিকের কৌটার মধ্যে হেরোইন পাওয়া গেলে জব্বারের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩৬) কে ১৭ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেন।
মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (১) ৮ এর (খ) ধারায় দোষী সাব্যস্ত করে, উপপরিদর্শক মোঃ রাসেল কবির বাদী হয়ে দৌলতপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
অন্য আটজন আসামীরা,জগশ্বর গ্রামের, রেজা কাজীর ছেলে মোঃ শরিফুল ইসলাম (২০),নাসিরের ছেলে নওশাদ আলী (৩০),
মনসুর সরদারের ছেলে রাসেল ( ৩৮),
নব গঙ্গার ইসরাফিলের ছেলে মোঃ হৃদয় আহমেদ( ২৩),মৃত তফসেরের ছেলে তহিদুল শেখ (৩৫),মৃত শাজাহান শাহ ছেলে মোঃ ইসমাইল (৩২),পরানখালি দরগাতলা পাড়ার
মোঃ শিহাবুলের ছেলে মোঃ সাব্বির হোসেন (২২), ভেড়ামারা হিড়িম দিয়া গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ জুয়েল রানা( ৩৫)।
সকল আসামী কে জেল এবং জরিমানা
প্রদান করেন,
আকাশ কুমার কুন্ডু বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ভেড়ামারা কুষ্টিয়া।
মাদকের ভয়াল থাবা থেকে নিজেকে দুরে রাখুন।
“আসুন মাদককে না বলি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি “।