হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা নিবার্হী অফিসার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন। ১৭ই জানুয়ারী ২০২৪ বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল হায়াত, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সাথে মত বিনিময় করেন। তিনি প্রথমে সংবাদকর্মীদের কাছে নিজের পরিচয় দেন এবং সংবাদকর্মীদের পরিচয় নেন। পরিচয় পর্ব শেষ হলে সাংবাদিকগণ উপজেলার বিভিন্ন এলাকার সমস্যার কথা তুলে ধরলে ইউএনও মহোদয় মনোযোগ সহকারে কথাগুলো শোনার পর তিনি বলেন এলাকায় যত সমস্যা থাকনা কেন জনস্বার্থে এবং এলাকার উন্নয়নের জন্য সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা চালিয়ে যাব এছাড়া ও উপজেলা নির্বাহী অফিসার এলাকার উন্নয়নের সম্ভাবনার বিষয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন এবং সকলের কাছে সার্বিক সহযোগিতা চেয়ে কথা বলা শেষ করেন। তারপর অত্র মত বিনিময় সভায় বক্তব্য রাখেন কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহামন ও সাধারণ সম্পাদক আমির উদ্দীন মাস্টার। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম ও সহ—সভাপতি মুনছুর রহমান। কালাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহারুল আলম ও সাধারণ সম্পাদক সেলিম রেজা শিপন। প্রেস ক্লাব কালাই সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নরসহ আরো অনেকে। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের অফিসারগণ ও কালাই উপজেলার সকল প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।