মুরাদ খান মানিকগঞ্জ থেকে
বাতাসে কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় মানিকগঞ্জের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। গত কয়েকদিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে। ভোর থেকে কুয়াশায় ঢেকে থাকছে পথঘাট। দিনভর দেখা মিলছে না রোদের। কষ্ট বেড়েছে ছিন্নমূল মানুষের।
, মানিকগঞ্জ জেলায় ১৩ ডিগ্রির নিচে তাপমাত্রা দেখা গেছে। এদিকে মাঘের হাড় কাঁপানো শীত থাকায় ঘর থেকে খুব কম লোক বের হচ্ছে।ঢাকা আরিচা মহাসড়কের হাজার হাজার যানবাহনের শ্রমিকরা ভোগান্তিতে রয়েছে। এলাকার শ্রমিকরা শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়েছে।
লিটন নামের এক শ্রমিক জানান, এবার সব চেয়ে বেশি শীত পড়েছে। কোনো কাজ করা যাচ্ছে না। হাত-পা জমে যাচ্ছে।
জসিম নামের এক ট্রাকচালক জানান, হাত-পা জমে যাচ্ছে। গাড়ি চালাতে পারছি না। খড়কুটো জ্বালিয়ে গরম হওয়ার চেষ্টা করছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com