আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুর জেলাধীন রায়পুর উপজেলা যুব রেড ক্রিসেন্ট সদস্যদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ১১ টার সময় গাজী মার্কেট এর ৩য় তলায় সভাটি অনুষ্ঠিত হয়। রায়পুর উপজেলা রেড ক্রিসেন্ট দলের দলনেতা শাকিল হোসেন সভাপতিত্বে, সকল সদস্যদের উপস্থিতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রায়পুর উপজেলা ইউনিটের যুব প্রধানসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা রেড ক্রিসেন্ট দলের কার্যক্রমকে আরো গতিশীল করতে জেলা ইউনিটের পক্ষ থেকে সভায় সহ-শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ২জন যুব সদস্য কে উপজেলা দলের পক্ষ থেকে ২টি টি-শার্ট প্রদান করা হয়। এবং ৭ম যুব বিভাগীয় ক্যাম্পের সাটিফিকেট প্রদান করা হয়। এবং জানুয়ারি মাসে ৪টি স্কুলে দল গঠন সম্পূর্ণ করা হয়।
আলোচনা সভায় বক্তরা রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী সদস্য ও কর্মীরা মানবিক আন্দোলনে মানুষের জীবন এবং স্বাস্থ্য রক্ষা, সব শ্রেণী-পেশার মানুষের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করা এবং মানুষের দুর্ভোগ প্রতিরোধ ও লাঘব করার দুঢ় প্রত্যয় ব্যক্ত করেন।