জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি কর্তৃক ৩ শতাধিক শীতার্ত গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি পাঁচবিবি উপ শাখার আয়োজনে বুধবার বিকেল ৩টায় পাঁচবিবি- হিলি রোডের পাঁচমাথাস্থ হাজী মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংক কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক পিএলসি জয়পুরহাট শাখার ব্যবস্থাপক ফারুক আলম।
ইউসিবি পাঁচবিবি উপ শাখার ইনচার্জ বেলাল হোসেনের সার্বিক পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামূনুর রশিদ মিল্টন, মহীপুর হাজী মহসিন সরকারী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোলাইমান আলী।
বিশিষ্ট ব্যবসায়ী ও পাঁচবিবি বণিক সমিতির সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম, পাঁচবিবি ডিগ্রী কলেজের প্রভাষক আমিনুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।