গজারিয়া,সংবাদদাতাঃমুন্সিঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয় এতে একজনের মৃত্যু এবং দুই জন আহত অবস্থায় গাজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি আছেন আহতদের কাছ থেকে জানা যায় তারা নাকি
ঢাকা থেকে মোটরসাইকেলে করে কুমিল্লায় রসমালাই খেতে যাচ্ছিলেন তিন বন্ধু কুমিল্লা যাওয়ার পথে মুন্সীগঞ্জের গজারিয়া প্রান্তে এ দুর্ঘটনা ঘটে বিকাল সাড়ে চারটার দিকে এ ঘটনায়।
নিহতের নাম মজিবুর রহমান নাদিম (২৪)। তিনি ঢাকার দক্ষিণখান এলাকার শফিকুল ইসলামের ছেলে। অপর দুজন হলেন সাব্বির হোসেন (২২) ও রবিন (২০)।
প্রত্যক্ষদর্শী ও আহত সাব্বির হোসেন বলেন, আমরা তিন বন্ধু ঢাকা পাসপোর্ট অফিসে কাজ শেষ করে কুমিল্লায় গিয়ে রসমালাই খাওয়ার পরিকল্পনা করি। নাদিম মোটরসাইকেল চালাচ্ছিলেন। আমরা দুজন পেছনে বসা ছিলাম। কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া বভেরচর অংশের ফিদা সিএনজি পাম্পের সামনে এলে পেছন থেকে অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় নাদিম। স্থানীয়রা আমাকে ও রবিনকে উদ্ধার করে গাজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, নিহতের লাশ ভবেরচর পুলিশ ফাঁড়িতে রয়েছে। ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে।