মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন
যশোর জেলা প্রতিনিধি দৈনিক আমার দেশ প্রতিদিন
যশোরে বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করা হয়েছে। এসময় পুলিশের লাঠির আঘাতে ১২জন আহত হয়েছে বলে দাবি করেছেন দলটির নেতারা। মঙ্গলবার দুপুর দিকে শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, এঘটনার প্রতিবাদে বিকেলে শহরে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। বিএনপি নেতাদের দাবি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করায় জনগণকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১২টার দিকে শহরের দড়াটানা মোড় থেকে লিফলেট বিতরণ শুরু হয়। এতে দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মীরা অংশ নেয়। দড়াটানা থেকে লিফলেট বিতরণ করতে করতে যখন কাপুড়িয়াপট্টির হাটচান্নি এলাকায় যায় তখনই পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে বিএনপি নেতারা দাবি করেছেন।এদিকে এঘটনার প্রতিবাদ ও নির্বাচন বাতিলের দাবিতে বিকেলে শহরের আরএন রোডে বিক্ষোভ মিছিল করে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাটি তার জানা নেই। পুলিশ হয়তো ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে।