বগুড়া জেলার শেরপুরে ইলেকট্রনিক ও প্রেস মিডিয়ার গণমাধ্যমকর্মীদের নিয়ে শেরপুর থানা প্রেসক্লাব’র কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হান্নান রোকন এবং সাধারন সম্পাদক মামুন চৌধুরী পুনঃ নির্বাচিত হওয়ার পর প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে ও মতামতের ভিত্তিতে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
২০২৪-২০২৫ সালের দ্বি-বার্ষিক মেয়াদে সর্বসম্মতিক্রমে দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি মোঃ আব্দুল হান্নান রোকন কে সভাপতি ও দৈনিক প্রভাতী খবর পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি মামুন চৌধুরী কে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সহ-সভাপতি হয়েছেন মোঃ আবু সাঈদ ফকির (সাপ্তাহিক তথ্য মালা), সহ সাধারণ সম্পাদক মোঃ মাসুদ ফারুক বাবলু (দৈনিক আজকের বসুন্ধরা), দফতর সম্পাদক স.ম. ইমামুল মিল্লাত (দৈনিক আজকের সংবাদ), কোষাধ্যক্ষ মোঃ লিটন কবির (সোনালী সকাল), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তানভীর হাসান (দৈনিক স্বাধীন টাইমস্), কার্যনির্বাহী সদস্য মোঃ আল আমিন ( ভোরের চেতনা), মোঃ জাহাঙ্গীর আলম (দেশ প্রতিদিন)