মোঃ হাসমত আলী অপু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
৭ ই জানুয়ারী ‘২৪’ অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনে মোট ১৪০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বর্ষীয়ান রাজনীতিবিদ আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ নৌকা প্রতীকে ১ লক্ষ ২৭ হাজার ৮০৩ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে পারভেজ আনোয়ার তনু পেয়েছেন ৪২ হাজার ১২৮ ভোট।
কুষ্টিয়া সদরের সর্বস্তরের মানুষ অভিনন্দন জানিয়ে বলেন, সর্ব কালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নে কুষ্টিয়ার উন্নয়নের রুপকার হিসেবে জননেতা মাহবুব উল আলম হানিফ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।