এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের ভারত সীমান্তঘেষা
খাড়ামোড়া গ্রামের খাড়ামোড়া ও কোচপাড়াতে
পৃথক পৃথক উঠান বৈঠকে নৌকা মার্কার পক্ষে
ভোট প্রার্থনা করলেন শ্রীবরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা
জুয়েল আকন্দ।
১ লা জানুয়ারী সোমবার সন্ধায় হীমেল কনকনে শীত উপেক্ষা করে সীমান্ত জনপদের খাড়ামোড়ায় নৌকার গনসংযোগে আসেন জুয়েল আকন্দ।
খাড়ামোড়া গ্রামের নৌকা প্রেমী মো মজিবর রহমানের বাড়িতে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে
৫ শতাধিক নারী-পুরুষ ভোটারদের কাছে
আগামী ৭ জানুয়ারি নির্বাচনে সীমান্ত এলাকার উন্নয়নের স্বার্থে জুয়েল আকন্দ নৌকায় ভোট প্রার্থনা করেন। তিনি বলেন এ পাহাড়ী অঞ্চলের মানুষের একটি বড় সমস্যা বন্যহাতি।
বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর হাতি মানুষের দ্বন্দ্ব নিরশনে পাহাড়ি এলাকায় বন্য হাতির আবাসস্থল নির্মাণ করার উদ্যোগ নিয়েছে।
হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ক্ষতিপূরণ পাচ্ছে। যাতায়াতের সুবিধার্থে পাহাড়ি এলাকায় নির্মাণ করা হয়েছে সীমান্ত সড়ক।
বদলে যাচ্ছে পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান । ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুতের আলো। ইন্টারনেটের মাধ্যমে এ সীমান্ত জনপদের মানুষরা মোবাইল ফোনে দেশ-বিদেশে কথা বলছে
সরাসরি। এক সময় এ পাহাড়ি গ্রামগুলোতে তাণ্ডব চালাতো বিএনপির ক্যাডাররা। নিরাপদে গ্রামবাসীরা বাড়িতে থাকতে পারত না। নির্বিচারের লুটপাট হতো বনের গাছপালা।
কিন্তু এ সরকারের ১৫ বছরের শাসন আমলে
নিরাপদে আছেন আপনারা। তাই উন্নয়নের স্বার্থে
নৌকা মার্কার বিকল্প নেই।
এতে আরও বক্তব্য রাখেন
নৌকা প্রেমী মজিবুর রহমান, ৬ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহিম, স্থানীয় সমাজকর্মী
মিয়ে চাঁন, আদিবাসী নেতা লিপ্ত মারাক,জয় মারাক, ভবেন সাংমা, মানিক মিয়া প্রমুখ । পরে আদিবাসী সম্প্রদায়ের সাথে শ্রীবরদী উপজেলা পরিষদের পক্ষ থেকে শুভ বড়দিন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সদ্য দায়িত্বপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান।
পরে খাড়ামোড়ার কোচ পাড়ায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে আরো বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য জহরুল হক, নৌকা প্রেমী মজিবুর রহমান , আব্দুর রহিম প্রমুখ।
এসময় কোচ ও আদিবাসী সম্প্রদায়ের ভোটাররা উপস্থিত ছিলেন।