মোঃ হাসমত আলী অপু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি,,
২রা জানুয়ারি ‘২৪’ সকালে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর( ক) সার্কেলের পরিদর্শক, মোঃ বেলাল হোসেনের দিক নির্দেশনায় বিভাগীয় টিমকে সাথে নিয়ে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পোড়া পাড়া লেন এলেঙ্গী গ্রামের জৈনক সম্ভুনাথ কর্মকারের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে সম্ভুনাথের পুত্র রবীন্দ্রনাথ কর্মকারের নিজ কক্ষে তল্লাশি চালিয়ে তার টেবিলের ড্রয়ারের মধ্যে পলিথিনে মোড়ানো ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকসহ রবীন্দ্রনাথ কর্মকার( ৫৬) কে কুমারখালী থানায় সেপর্দ করলে, মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর ( ১) ক্রমিক ২৯ ( ক) ধারায় দোষী সাব্যস্ত করে কুমারখালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
মামলা নং ০২ তারিখ ০২/০১/২০২৪ ইংরেজি।
পরিদর্শক মোঃ বেলাল হোসেনের তীক্ষ্ণতায় মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়।
” আসুন মাদককে না বলি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি”।