ঢাকাMonday , 1 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নতুন বই হয়ে উঠুক তোমাদের সবচেয়ে বড় বন্ধু-এসপি সুদীপ

    admin
    January 1, 2024 8:20 pm
    Link Copied!

    স্টাফ রিপোর্টারঃ
    বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে ১লা জানুয়ারি সোমবার সকাল ১০টায় শিক্ষার্থীদের হাতে বছরের ১ম দিন নতুন বই হাতে তুলে দিয়ে বই উৎসব পালন করা হয়েছে। উক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুর সভাপতিত্বে ফেস্টুন উড়িয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী। অত্র বিদ্যালয়ে বছরের ১ম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পুলিশ সুপার (এসপি) বলেন,বছরের ১ম দিন তোমরা হাতে পেয়েছো নতুন বই। যা প্রতিটি শিক্ষার্থীদের মাঝে নতুন উচ্ছ্বাস ও স্পন্দন জাগাবে। সেই উদ্দীপনা ও উচ্ছ্বাস নিয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে। আমাদের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে বই। বন্ধুরা ছেড়ে যেতে পারে,বই কখনও ছেড়ে যায় না। নতুন বইয়ের মধুর গন্ধে বিকশিত হোক তোমাদের পড়াশোনার নব উদ্যোম। নতুন বছরের ১ম দিন তোমরা নতুন বই পাচ্ছো বিনামূল্যে। এই যুগান্তকারী উদ্যোগটি সম্ভব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তোমরা নতুন বই পড়বে। পড়াশোনার মধ্যে দিয়ে তোমরা আলোকিত ও মানবিক মানুষ হয়ে গড়ে উঠো। বগুড়া পুলিশ লাইন্স স্কুল এখন দেশের মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শিক্ষকরা তাদের প্রতিটি শিক্ষার্থীকে অতি যত্নে পাঠদান করে থাকেন। সঠিক পথে পরিচালিত করেন তাদের মেধা ও মন দিয়ে। তাই তোমাদের জীবন গড়ে উঠুক সুন্দর ও সঠিক পথে,যাতে তোমরা আগামীতে আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির সেবায় আত্ম নিয়োগ করতে পারো। এতে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু বলেন,শিক্ষার্থীরা নতুন বই পেয়েছো। নতুন শ্রেণির পড়াশোনা করবে। আগে বছরের প্রথমে নতুন বই পাওয়া খুব কঠিন ছিল। যা সহজ করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাই তোমরা শিক্ষকদের দেখানো পথে পরিচালিত হয়ে মানবিক মানুষ হয়ে গড়ে উঠবে। এই বই উৎসবের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ইয়াছমীন সুলতানা,কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি শহীদুল ইসলাম,সিনিয়র শিক্ষক ফেরদৌস আলম,খুরশীদ আলম বাবু,শরীরচর্চা শিক্ষক আয়েশা সিদ্দিকা,স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি আঞ্জুয়ারা খাতুন, প্রাথমিক শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান,প্রাথমিক শাখার ইনচার্জ মঞ্জুরা পারভীন সহ সকল শিক্ষক,শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন মর্মে জানা যায়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST