হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলায় বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এ বছরের প্রথম দিনেই সারা বাংলাদেশের ন্যায় অনুষ্ঠানিক ভাবে কালাই উপজেলা জুড়ে উৎসব
মুখর পরিবেশে পাঠ্য বই বিতরন করা হয়েছে। উক্ত উপজেলা পরিষদ অভ্যন্তরে কাকলি
শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পহেলা জানুয়ারী ২০২৪ সোমবার দুপুর ১২ টায় অত্র বিদ্যালয় প্রাঙ্গনে কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার বিষয়ে তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উল্লেখিত
বিদ্যালয়ের সভাপতি আবুল হায়াত। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার কাজী মনোয়ারুল হাসান ও উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। আলোচনা শেষে অতিথিদের
হাতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য বই বিতরন করা হয়ছে।