সজল বিশ্বাস অসীম স্টাফ রিপোর্টার
যশোর জেলার সবচেয়ে বড় উপজেলা মনিরামপুর ১৭ টি ইউনিয়ন ১ একটি পৌরসভা নিয়ে গঠিত যশোর -৫ আসন।
এই আসনে থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য জন্য চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছেন, দলের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী
বিএনপি – জামায়াত -সমমাদের বর্জন এ ভোটে স্বতন্ত্র প্রার্থীর শক্ত অবস্থানের কারণে এ আসনে ভোটারদের সম্পৃক্ততা দৃশ্যত বেশি, প্রচারও জমজমাট সরব নির্বাচনের মাঠ। আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরুর পর থেকেই বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের সংঘাত ঘটছে। এসব ঘটনায় পাল্টাপাল্টি হামলা অভিযোগ পাওয়া গেছে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটেরের মধে ৩৫ হাজার ৫১০ জন এবার নতুন ভোটের হয়েছে, ১২৮ টি ভোট কেন্দ্র ভোটেররা ভোট প্রয়োগ করবেন। ২০১৪- সালে নৌকা প্রার্থী খান টিপু সুলতানের মত নেতাকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন স্বপন ভট্টাচার্য।তবে পরেরবার ২০১৮ -তে স্বপন ভট্টাচার্যের নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। তবে এবারও নৌকা পেয়েছেন স্থানীয় সরকার উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।তবে এবার তিনি প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন যশোর জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী। মনিরামপুর আওয়ামী লীগের একটা অংশকে সঙ্গে নিয়ে রীতিমতো তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নৌকা প্রার্থী স্বপন ভট্টাচার্যকে।