বরিশালে জনসভায় যোগ দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের সমর্থকদের সঙ্গে মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. শাম্মী আহমেদের সমর্থকদের এ সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পর সিরাজ সিকদার নামে একজনকে মৃত ঘোষণা করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি আরিছুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সিরাজ সিকদার ঠিক কি কারণে মারা গেছেন তা নিশ্চত করতে তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কবিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সিরাজ সিকদার বরিশালের হিজলা উপজেলার কুড়ালিয়া গ্রামের বাসিন্দা কোব্বাত সিকদারের ছেলে।
কোতোয়ালি মডেল থানার ওসি আরিছুল হক বলেন, ‘সিরাজকে যিনি হাসপাতালে নিয়ে এসেছেন তিনি জানিয়েছেন—সিরাজ জনসভার মাঠে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করা হয়।’