সাথী সুলতানা, স্টাফ রিপোটার ;
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৫ সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া-সলঙ্গা আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি নৌকা মার্কা নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা করছেন। তিনি তার দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে উক্ত আসনের প্রতিটি ইউনিয়নের ভোটারদের কাছে আগামী ৭জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে নৌকায় ভোট প্রদানের জন্য আহ্বান জানান।অদ্য শনিবার উল্লাপাড়া বাজারে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করতে দেখা যায়।এ সময় তিনি উপস্থিত জনসাধারণের কাছে নৌকা মার্কায়ভোট চান। তিনি আশাবাদী বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে দেশরত্ম সেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিপুল ভোটে তাকে বিজয়ী করবে। বিজয়ী হলে তিনি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শিক্ষা ব্যাবসা বাণিজ্য শিল্পসমৃদ্ধপূর্ণতায় কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন।