স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় গত ২৮শে ডিসেম্বর দিবাগত রাত পৌনে ১০টায় র্যাব-১২ বগুড়া ও র্যাব-১ গাজীপুর এর যৌথ অভিযানে বগুড়া শিবগঞ্জে জামাইয়ের হাতে শ্বশুর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। র্যাব-১২ সূত্রে জানা যায়,গত ০৬ই ডিসেম্বর বগুড়া শিবগঞ্জ উপজেলার সেকেন্দ্রবাদ গ্রামের আব্দুস সাত্তার প্রাং নামের এক ব্যক্তিকে শব্দদিঘী পাকা রাস্তার উপর পারিবারিক বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ধারালো ছোরা,লোহার রড,কাঠের বাটাম দিয়ে এলোপাথারী ভাবে মারপিট করে তার মেয়ের জামাই। ঘটনারস্থল হতে স্থানীয় লোকজন ভুক্তভোগীকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসারত অবস্থায় ভুক্তভোগী মৃত্যুবরণ করে। মৃত্যুর পর নিহত আব্দুস সাত্তারের ছেলে মিজানুর রহমান (২৭) শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। তারপর থেকে এই নৃশংস বর্বরোচিত হত্যাকান্ডটি বগুড়াসহ সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদটি প্রকাশিত হলে আলোচনার ঝড় ওঠে। অপরদিকে আসামীদের দ্রুত গ্রেফতার করতে র্যাব-১২ বগুড়া ছায়া তদন্ত শুরু করে। সেই সূত্র ধরে দিবাগত রাতে গাজিপুর গাছা থানার পোড়াবাড়ী থেকে উক্ত আসামীকে আটক করে। উক্ত আসামী বগুড়া শিবগঞ্জ উপজেলার শব্দদিঘী গ্রামের মৃত রহিম উদ্দিন ফকিরের ছেলে মতিয়ার রহমান (৪০) কে যৌথ অভিযানে গ্রেফতার করে র্যাব-১২ বগুড়া। এবিষয়ে র্যাব-১২ কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানায়,গ্রেফতারকৃত আসামিকে নিকটস্থ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে মর্মে জানান তিনি।