আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
আসছে আগামী ০৭ জানুয়ারি ২০২৪ খ্রিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব, নুর উদ্দিন চৌধুরী নয়ন কে নৌকা মার্কায় বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন, চরলক্ষ্মী ০৩নং ওয়ার্ডে, ইউপি সদস্য জনাব, আলমগীর হোসেন মোঃ আলী’র নেতৃত্বে আজকের উঠান বৈঠক।
এসময় উপস্থিত ছিলেন আবু জাফর মোঃ সালেহ্ মিন্টু ফরায়েজী ( চেয়ারম্যান ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ। এবং যুগ্ম আহ্বায়ক নির্বাচন কমিটি )রিফাত হোসেন জিকু (যুগ্ম আহ্বায়ক নির্বাচন কমিটি, ০৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন।হারুন অর রশীদ সেলিম। যুগ্ম আহ্বায়ক ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগ।সোহানুর রহমান সোহাগ। সাবেক সভাপতি, ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগ।ইউপি সদস্য জনাব, আলমগীর হোসেন মোঃ আলী এবং ০৩নং ওয়ার্ড জনগণ।