হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট জেলার কালাই থানার উদয়পুর ইউনিয়নের মোঃ রুহুল আমিন ফকির রিজু, প্রভাষক (পল্লী মঙ্গল ইউনাইটেড একাডেমী এন্ড কলেজ,
কাজুলিয়া, গোপালগঞ্জ)
ও শিক্ষানবিশ আইনজীবি(জজ কোর্ট,জয়পুরহাট), পিতা: মৃত. আব্দুল মজিদ, মাতা: মোছাঃ নারগিছ বেগম, গ্রাম:
নয়াপাড়া, পো: মোসলেমগঞ্জ, ইউ: উদয়পুর, উপ: কালাই, জেলা: জয়পুরহাট । তিনি জাতীয় পার্টি(এরশাদ) লাঙ্গল
প্রতিকে মনোনয়ন প্রত্যাশী একজন প্রার্থী ছিল এবং জাতীয় ছাত্র-সমাজ এর সভাপতি প্রক্তন ৪ নং উদয়পুর ইউনিয়ন
শাখা ও সরকারী আজিজুল হক কলেজ (বাণিজ্য বিভাগ) শাখায় নিযুক্ত ছিল এবং বর্তমান সিনিয়র সহ-সভাপতি
জাতীয় ছাত্র-সমাজ জয়পুরহাট জেলা শাখা । তিনি সুস্থ মস্তিষ্কে, স্বজ্ঞানে, ব্যাক্তিগত ও পারিবারিক কারণে জাতীয়
ছাত্র-সমাজ তথা জাতীয় পার্টি থেকে সেচ্ছায় পদত্যাগ ঘোষনা করেছে এবং মোঃ কামরুল ইসলাম সাধারণ
সম্পাদক জাতীয় পার্টি ৪ নং উদয়পুর ইউনিয়ন শাখা, কালাই, জয়পুরহাট। তাহারা দুইজন স্বজ্ঞনে সুস্থ মস্তিস্কে
সেচ্ছায় পদত্যাগ ঘোষনা করেছে।