স্টাফ রিপোর্টার,
শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখার উদ্যোগে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পরিক্ষা-২০২৩ এ উত্তীর্ণ কৃর্তী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় অত্র স্কুলের ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে
শাহীন স্কুল এন্ড কলেজ জামালপুর শাখার সম্মানিত অধ্যক্ষ আব্দুল গফুর মহোদয়ের সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়।
এছাড়াও অনুষ্ঠানে শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখার সম্মানিত শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখার বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে শাহীন শিক্ষা পরিবার ফাউন্ডেশনের বৃত্তি সনদ, গিফট মানি ও ক্রেস্ট প্রদান করেন।