হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পল্লী প্রাণী চিকিৎসক ফারুক হোসেনের সঞ্চালনায় সোহাগ মিয়া কিরণ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত SALO সম্প্রসারণ মাকছুদুর রহমান (রাজা) ও মিম দুগ্ধ ইলেকট্রনিক স্বত্বাধিকারী জালাল উদ্দীন লাদু।
এ সময় প্রধান অতিথি প্রাথমিক চিকিৎসকদের এন্টিবায়োটিক ব্যবহারের বাধ্যবাধকতা, চিকিৎসার পরিসীমাসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।
শেষে প্রাথমিক পল্লী প্রাণী চিকিৎসক উন্নয়ন সমিতির সদস্যদের সর্বসম্মতিক্রমে সোহাগ মিয়া কিরণকে সভাপতি ও ফারুখ হোসেন কে সাধারণ সম্পাদক মনোনিত করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।