রেজাউল করিম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে যেমন রায়গঞ্জ, ধামানগর, সলঙ্গা, তাড়াশ, বেলকুচি উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা আমন ধান কেটে ঘরে তোলার সঙ্গে সঙ্গেই আগাম সরিষার আবাদে লাভের সম্ভাবনায় ব্যস্ত হয়ে পড়েছেন। গত বছরে সরিষার দাম আশানুরুপ থাকা এবং তেলের দাম বাড়তি থাকায় এ বছরও ভাল দামের আশায় কৃষকরা সরিষা আবাদে ঝুঁকছেন। উপজেলার কিছু জমি ইতিমধ্যেই সরিষার গাছ বড় হতে শুরু করেছে। আবার কিছু কিছু এলাকায় সরিষার ফুলে ফুলে হলুদে ভরে গেছে কৃষকের মাঠ।
গত ২৩ ডিসেম্বর ২০২৩ ইং বিভিন্ন উপজেলার বেশ কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা জানান, ভাল লাভের আশায় অনেকে জমি বর্গা নিয়ে হলেও সরিষা চাষ শুরু করেছেন। তবে এবার আরো বেশি লাভের আশায় ভুট্টা চাষ করতেও দেখা গেছে অনেক কৃষকদের। রায়গন্জ উপজেলার ডাঙ্গারপাড়া গ্রামের আব্দুর রহিম জানান, গত বছর দাম বেশি থাকায় এবারও আশা নিয়ে আমার নিজের কিছু জমি ও কিছু বর্গা নিয়ে সরিষা চাষ করেছি। গত বছরের মতো এবারও সরিষার ভালো ফলন এবং দাম দ্বিগুন হওয়ার স্বপ্ন দেখছি। এদিকে রায়গন্জ উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের কৃষক, আলী মুদ্দিন, আব্দুল আজিজ ফেকু, আব্দুল হালিম ও নুরনবী সরকার বলেন,
গত বছর দাম ভালো পাওয়ায় এ বছরও ব্যাপক হারে সরিষা চাষ করেছেন। তাছাড়া এখন পর্যন্ত আবহাওয়াও রয়েছে বেশ ভালো। তাই এবার সরিষার ভালো ফলন হবে বলে আশা করছেন উপজেলার অধিকাংশ কৃষকেরা।