মোঃ হাসমত আলী অপু, জেলা প্রতিনিধি কুষ্টিয়া
২৩শে ডিসেম্বর ‘২৩’ শনিবার সকাল ১১.০০ ঘটিকার সময় ভেড়ামারা হালিমা বেগম একাডেমি মাঠে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোট মনোনীত নৌকা মার্কার প্রার্থী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় জাতীয় নেতা ইনু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জেনে শুনে বুঝেই ১৪ দলীয় জোট করেছেন এবং ভেড়ামারা মিরপুর আসনের জন্য নৌকা প্রতিক দিয়েছেন। আসন্ন সংসদ নির্বাচনে যারা জননেত্রী শেখ হাসিনার চেয়ে বেশি বুঝে গেছেন তারাই নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছে। অতীতেও এরা ধানের শীষের নির্বাচন করেছে।
জননেতা ইনু আরও বলেন,আমরা একা একা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকার গঠন করতে পারিনাই বলেই ১৪ দলীয় জোট করেছি এবং জননেত্রী শেখ হাসিনা তিন বার অত্যন্ত সফলতার সহিত প্রধান মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রত্যেক ভোটারদের কাছে সালাম পৌঁছে দিন এবং নৌকা মার্কায় ভোট চান।
ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি ইমদাদুল ইসলাম আতা’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম আনসার আলী’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়,কৃষি বিষয়ক সম্পাদক বশীর উদ্দিন বাচ্চু, কেন্দ্রীয় যুব জোটের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনোয়ারুল কবির টুটুল, পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহমুদ ঝন্টু, সাধারণ সম্পাদক আবুহেনা কামাল মোস্তফা বকুল, চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, ধরমপুর ইউনিয়ন জাসদের সভাপতি আইয়ুব আলী,সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মোকারিমপুর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক বেনজির আহমেদ বেনু,বাহিরচর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোঃ আবু হাসান,জুনিয়াদহ ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ শাহজাহান আলীসহ যুব জোট ও ছাত্র লীগ নেতৃবৃন্দ।