যশোরে মাদকের দু’মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রানী আসামিদের উপস্থিতিতে পৃথক রায়ে এ সাজা প্রদান করেন।মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১ মে বিকেলে ডিবি পুলিশের তৎকলীন এসআই খায়রুল আলম শহরের চাঁচড়া রায়পাড়া সার গোডাউন মোড় এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো. জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেন। মো. জহিরুল ইসলাম বাঘারপাড়া উপজেলার আলাদিপুর গ্রামের মহর আলী বিশ্বাসের ছেলে। এই মামলায় আসামি মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদন্ডের আদেশ দেন।অপর মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৪ অক্টোবর বিকেলে ঝিকরগাছা থানা পুলিশের তৎকালীন এএসআই এস এম মেজবাবুল হক হাজেরালী গ্রাম থেকে ২০০ গ্রাম গাঁজাসহ অভয়নগর উপজেলার বাগদাহ গ্রামের খলিল বিশ্বাস ও উজ্জ্বল বিশ্বাসকে আটক করে। এ মামলায় বিচারক তাদের প্রত্যেককে ছয় মাস করে সশ্রম কারাদন্ড এবং দু’হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও সাতদিন করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
মঈন উদ্দীন
এডিপি বাংলা
যশোর।