যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমপি কাজী নাবিল আহমেদ বলেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে জেতাতে সবাই নৌকা প্রতীকে ভোট দেবেন। শেখ হাসিনার বিকল্প বর্তমান সময়ে আর কেউ হতে পারবে না। প্রত্যেক নাগরিক শেখ হাসিনার দেয়া কোনো না কোনো সুবিধা পাচ্ছেন। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।কাজী নাবিল আহমেদ বলেন, নির্বাচন হবে উৎসবমুখর। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভোটের মাঠে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে আনতে হবে। নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাসের সভাপতিত্বে পথসভায় আরও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম খয়রাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, শিল্প ও বাণিজ্য সম্পাদক আতিক বাবু, জেলা মহিলা লীগের সভাপতি লাইজুজামান, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা যুবলীগের সহসভাপতি সৈয়দ মেহেদী হাসান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোস, নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ, সাবেক চেয়ারম্যান ও মোদাচ্ছের আলী। পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হানিফা।
মঈন উদ্দীন
এডিপি বাংলা
যশোর।