প্রতিনিধি: মোঃ সাইদুর রহমান অনিক
সময়: ১৬ ডিসেম্বর ২০২৩ ৬:১২ পিএম
বিজয় দিবস উপলক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে সলিমপুর স্পোটিং ক্লাবের উদ্যোগে মিরকামারী স্কুল মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
খেলাটি ধ্রুবতারা একাদশ বনাম সানরাইজ একাদশ মধ্যে কার ফাইনাল খেলাটি ড্র হয় এবং পরবর্তীতে টাইব্রেকারে ধ্রুবতারা ১-০ গোলে সানরাইজ পরাজিত করে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অএ সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা। এছাড়াও প্রতিষ্ঠাতা সভাপতি রকিবুল ইসলাম বাপ্পি, হুমায়ন কবির, জাহিদ হাসান মামুন, খায়রুল বাসার মিঠু, সাইদুর রহমান অনিক, শিশির মাহমুদ সহ আরো অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা সহ সলিমপুর স্পোটিং ক্লাবের সদস্যরা।
এছাড়া উভয় টিমের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এমন খেলা যেনো অব্যাহত থাকে এবিষয়ে সকলকে আহ্বান এবং সবাইকে এক সাথে কাজ অনুরোধ জানানো হয়।