মোঃ হাসমত আলী অপু, জেলা প্রতিনিধি কুষ্টিয়া
১৬ই ডিসেম্বর ‘২৩’ শনিবার বিকেলে মহান বিজয় দিবস পালন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ জাসদ ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য বিজয় র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালী শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন। বক্তব্যে জনতার স্বপন বলেন, মহান বিজয় দিবস লাখো শহীদের রক্ত এবং মা – বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা অর্জন করেছি,অর্জিত বাংলায় রাজাকার ও তার দোসরদের বিরুদ্ধে শক্ত হাতে খাপ খোলা তলোয়ারের মতো বাংলাদেশ ছাত্র লীগের সকল নেতা কর্মীকে মোকাবিলা করতে হবে।
এসময় ভেড়ামারা পৌরসভার জননন্দিত মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনসার আলী ও কুষ্টিয়া জেলা শাখার কৃষিবিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা কামাল মোস্তফা বকুলসহ জাতীয় যুব জোট ও বাংলাদেশ ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।