সজল বিশ্বাস অসীম স্টাফ রিপোর্টার যশোর
যশোরের ঐতিহাসিক মুড়লি জোড়া শিব মন্দিরের পুরোহিত মুকুল ব্যানার্জিকে মারপিট ও চাঁদা দাবি করে সন্ত্রাসেরা, এই ঘটনায় ৪ /৫ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা হয়েছে। গত বুধবার বিকেলে মন্দিরের পুরোহিত মুকুল ব্যানার্জি মামলাটি করেছেন,জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ অভিযোগ তদন্ত করে কোতোয়ালি থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদির আইনজীবী নব কুমার কুন্ডু।মামলার অভিযোগে জানা গেছে শহরের মুড়লি জোড়া শিব মন্দিরটি ৫৮ দশমিক ১২ শতাংশ জমির ওপর অবস্থিত। মন্দির ও সামনের ফাঁকা জায়গা দখলের জন্য দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছিল আসামিরা।দখলে ব্যর্থ হয়ে বেশ কিছুদিন ধরে মন্দির পরিচালনা কমিটির কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে । এরমধ্যে গত ৮ ডিসেম্বর সন্ধায় মন্দিরের পুরোহিত মুকুল ব্যানার্জি মন্দিরে প্রবেশে বাধা দেয় আসামীরা এরপর তাকে মারধর ও লাঞ্ছিতো পরে, আবার তারা ৫ লক্ষ টাকার চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় আসামিরা তাকে মারধর করে মাটিতে ফেলে দিয়ে হত্যার হুমকি দিয়ে মন্দিরে থাকা ৫০ হাজার টাকা নিয়ে চলে যায়। এই বিষয়ে বাংলাদেশ পূজার উদযাপন পরিষদের যশোর শাখার সভাপতি বাবু দীপঙ্কর দাস রতন বলেন মামলা করা হয়েছে আইনের মাধ্যমে তাদের বিচার করা হবে।