জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও পাঁচবিবি হানাদার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পাঁচবিবি মুক্তিযুদ্ধ যাদুঘর ও সংগ্রহশালার আয়োজনে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের গবেষক সংগঠক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল হক বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর আজাদ আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুর রহমান লিটন, পৌর কর্মচারী আরিফুল ইসলাম লেবু সহ আরো অনেকে।
অনুষ্ঠানে দেশাত্মকবোধক গান ও মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি করে গান পরিবেশন করা হয়।