এস আই সুমন,স্টাফ রিপোর্টার,বগুড়াঃ গত ৩০ অক্টোবর বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন হিন্দুকান্দি এলাকায় এইচএসসি ১ম বর্ষের এক কলেজ শিক্ষার্থীকে আসামী মোঃ সোহেল রানা (৩০) ভিকটিমের মুখে হাত চেপে ধরে জোরপূর্বক তাহার ইচ্ছার বিরুদ্ধে একটি অজ্ঞাতনামা সিএনজিযোগে অপহরণ করে নিয়ে যায়। উক্ত অপহরণের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত ৯ নভেম্বর বগুড়া জেলার সারিয়কান্দি থানায় একটি অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সারিয়াকান্দি থানার মামলা নং-৭ ৯ নভেম্বর, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী/(২০০৩) এর ৭/৩০ রুজু হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বগুড়াসহ সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনার পর থেকেই র্যাব আসামীকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী শুরু করে। এরই ফলশ্র আজ ১৩ ডিসেম্বর.১০ টায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ও র্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্পের যৌথ অভিযানে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বুড়ির বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার ও আসামী মোঃ সোহেল রানা (৩০), পিতা- মোঃ জসীম উদ্দীন, সাং- তরফভাইখা, থানা- গাবতলী, জেলা- বগুড়া’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ও ভিকটিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সারিয়াকান্দি থানা, বগুড়ায় সোপর্দ করা হয়েছে।
এস আই সুমন
স্টাফ রিপোর্টার,বগুড়া।
তারিখঃ ১৩/১২/২০২৩ ইং