ঢাকাWednesday , 13 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বিষমুক্ত কৃষি নিরাপদ খাদ্যের দাবিতে নাগরিক সংলাপ

    admin
    December 13, 2023 10:07 pm
    Link Copied!

    মুরাদ খান মানিকগঞ্জ থেকে

    জীবননাশ প্রাণনাশ, কীটনাশকে সর্বনাশ” এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ জেলার সিংগাইর, হরিরামপুর, ঘিওর ও মানিকগঞ্জ সদর উপজেলার নির্দিষ্ট কমিউনিটিতে প্রাণ প্রকৃতি প্রতিবেশ সুরক্ষায় কাজ করে যাচ্ছে। বুধবার (১৩ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সকাল ১১ থেকে দুপুর পর্যন্ত কৃষি প্রতিবেশ বিদ্যা ভিত্তিক (এগ্রো ইকোলজি) প্রাণবৈচিত্র্য নির্ভর কৃষির মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপ ও মতবিনিময় সভায় কৃষি প্রতিবেশ সুরক্ষা কমিটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্ত্বে ও উন্নয়নকর্মী মো. নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। কর্মসূচির ধারণা পাঠ করেন বারসিক কর্মসূচি সমন্বয়কারী কৃষিবিদ মো. মাসুদুর রহমান।
    সংলাপ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি জমি সুরক্ষা কমিটির আহবায়ক এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইউসুফ আলী, জেলা শিক্ষা অফিসার মো. আমির হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহমুদা আক্তার মৌসুমি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহ পরিচালক আসাদুজ্জামান রুমেল, জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নূর-ই আলম, অধ্যক্ষ ডক্টর মো. ফারুক হোসেন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. রওশন আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ, অধ্যাপক সাইদুস সাকলাইন, অধ্যাপক আবুবকর সিদ্দিক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম খান, কমরেড দুলাল বিশ্বাস, অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ, মো. মিজানুর রহমান হৃদয় প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, ইংরেজি ডেইলি স্টার পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর বিশ্বাস, দি নিউ নেশন পত্রিকার সাংবাদিক এ.বি.খান বাবু, প্রথম আলোর সাংবাদিক আব্দুল মোমিন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মী বৃন্দ। সারা বিশ্বেই এখন বিষ মুক্ত কৃষির আন্দোলন সংগ্রাম জোরদার হচ্ছে। বিশ্বের তুলনায় ভেজাল খাদ্যে আমরা এগিয়ে, এটা খুবই দুঃখজনক হলেও সরকার কঠোর হস্তক্ষেপ করলে মোকাবিলা করা সম্ভব। পরিবারে আদর্শের চর্চা না হলে সর্বত্র ভেজাল মুক্ত করা মুশকিল। খাদ্যে সার্বভৌমত্ব এখনি দরকার এবং নিরাপদ খাদ্যের নিশ্চয়তা সময়ের দাবি। নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নে রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে। ভেজাল বিরোধী অভিযান সবখানে ছড়িয়ে দিতে হবে। মাটির জীবন রক্ষা ও বিষমুক্ত জৈব বালাইনাশক কৃষি চর্চা বৃদ্ধি করতে হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com