স্টাফ রিপোর্টারঃ
বগুড়া গাবতলীতে গত ১০ই ডিসেম্বর এক মহিলার গোসল করার গোপনে ভিডিও ধারণ করে ফেসবুকের সোশ্যাল মিডিয়ায় ছাড়ার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়া। ইতিপূর্বে ভুক্তভোগী বাদী হয়ে গাবতলী মডেল থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলেন আঃ মমিন (২১) ও রুস্তম আলী (২২) কে তারা সোনাতলা উপজেলার নওদাবগা গ্রামের স্থায়ী বাসিন্দা। বগুড়া র্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন এবং জানান যে,গত ৭ই ডিসেম্বর গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকায় এক মহিলা তার বাসায় গোসল করছিল। এসময় গোপনে তার গোসলের ভিডিও চিত্র ধারণ করে ইমোতে পাঠিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আর টাকা না দিলে ওই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় মোমিনসহ আরো অজ্ঞাতনামা ২/৩ জন যুবক। তিনি আরো জানায় এঘটনায় ওই নারী বাদী হয়ে গাবতলী মডেল থানায় একটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। এরপর থেকেই র্যাব-১২ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। আজ দুপুরে দিকে র্যাব-১২ সদস্যরা গাবতলী এলাকা থেকে আব্দুল মমিন ও রুস্তম আলীকে গ্রেফতার করে। পরে তাদেরকে গাবতলী মডেল থানায় সোপর্দ করা হয়।