মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:
রাজশাহী চাপাই মহাসড়কের হরিপুরের দরগাপাড়া নামক স্থানে ট্রাক ও মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছে।
১০ ডিসেম্বর (রোববার) বেলা সাড়ে ১১ টায় এই দূর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় এলাকাবাসীরা বলেন, মাইক্রোটি চাপাই হতে আসছিল ট্রাকের স্পিড বেশি থাকায় ডাইভার কন্ট্রোল করতে না পেরে সামনাসামনি সংঘর্ষ ঘটায়। আমরা আহতদের উদ্ধার করা নিয়ে ব্যস্ত থাকায় ট্রাক চালক সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে যায়।
আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ নামক এলাকার মতিউরের স্ত্রী সীমা(৩০), মিন্টুর ছেলে মতিউর (৪০), মৃত নিজাম উদ্দিনের ছেলে মিন্টু (৬০),
মাইক্রো ড্রাইভার রুবেল (৩০), আলামিনের ছেলে সজিব (১৫), মৃত নিজাম উদ্দিনের স্ত্রী রাসনা (৭০)।
জানা গেছে, আহতরা চিকিৎসার জন্য মাইক্রো বাসে রাজশাহীতে আসছিলেন। পরে হরিপুরের দরগাপাড়া নামক স্থানে আসলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ প্রতিবেদন লিখা পর্যন্ত কেউ মারা যায়নি। আহতরা সকলে রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিষয়টি নিশ্চিত করেন দামকুড়া থানার অফিসার ইনচার্জ আবুল বাশার। ওসি বলেন, ৭ জনই গুরুতর আহত হয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক চালক পলাতক। এ বিষয়ে থানায় একটি মামলা রুজু করা হবে তারপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।