স্টাফ রিপোর্টারঃ
বগুড়া গত ৭ই ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে সদরের কুটুরবাড়ী এলাকার আলোচিত সাকিব বাবু ওরফে রোহান চৌধুরী হত্যা মামলার প্রধান দুই আসামী পিতা-পুত্রকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়,যে গ্রেফতারকৃত ব্যক্তিরা-রোহান হত্যা মামলার প্রধান আসামী কুটুরবাড়ী এলাকার মৃত লাল মোহাম্মদ ওরফে লালু মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৫৫) এবং গিয়াস উদ্দিনের ছোট ছেলে সাগর মিয়া (২৩) কে বগুড়া সদর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদ তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালিয়ে রোহান হত্যা মামলার পলাতক আসামী গিয়াস ও তার ছেলে সাগরকে গ্রেফতার করতে সক্ষম হয় বগুড়া সদর থানা পুলিশ। এছাড়াও ধৃত আসামীদ্বয়সহ এজাহার নামীয় অন্যান্য আসামীগণ গত ১১ই অক্টোবর পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম সাকিব বাবু ওরফে রোহান চৌধুরীকে অপহরণ করে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করে লাশ সদর থানাধীন জয়বাংলা মোড়ে ফেলে রেখে চলে যায়। এবিষয়ে বগুড়া সদর থানার ওসি (তদন্ত) শাহীনুজ্জামান নিশ্চিত করেন যে,রোহান হত্যা মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে মর্মে জানান তিনি।