প্রশান্ত কুমার পাল( জেলা প্রতিনিধি) সাতক্ষীরা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও তার শরিক দল গুলোর দশম দফার ৪৮ ঘন্টার ঢাকা অবরোধের দ্বিতীয় দিন আজ।
সাতক্ষীরা কেন্দ্র বাস টার্মিনাল ও সঙ্গীতা মোড় হতে দেখা গেছে অন্যান্য দিনের মতো দূরপাল্লার যানবাহন গুলোকে ছেড়ে যেতে।
শহরের কোথাও কোথাও যানজট ছিল মানুষের চোখে পড়ার মতো। বাজারের দোকানপাট ,অফিস -আদালত, কলকারখানা সবকিছু ছিল স্বাভাবিক দিনের মতো।
শহরের গুরুত্বপূর্ণ জায়গায় জায়গায় পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর তদারকি ও অবস্থানে। তাছাড়া দেখা যায়নি বিএনপি’র অবরোধের কোন আলামত।
সাতক্ষীরা মালিশ সমিতির স্ট্যাটাস চঞ্চল চৌধুরী আমাকে জানান, যে অন্যান্য দিনের মতো চলছে আমাদের গাড়িগুলো। তাছাড়া দূর দুরান্তের পরিবহন গুলো স্টেশন ছাড়ছে অন্যান্য দিনের তুলনায় কম।
একজন ড্রাইভার (রানা গাজী) আমাকে জানান, নিকটবর্তী গাড়িগুলো চলছে কিন্তু যাত্রীর সংখ্যা একটু কম মনে হচ্ছে আমার কাছে।
তাছাড়াও একজন যাত্রী জানান, হরতাল ও অবরোধে বের হতে মনের মধ্যে একটু ভয় ভয় কাজ করছে। সে বলেন যে নিজের জন্য বের না হলেও পরিবারের স্বার্থে আমাকে বের হতে হচ্ছে। আমার পরিবারের সদস্য সংখ্যা আট জন। একদিন কাজ না করলে আমার অনুনে হাড়ি জলে না। কাজের জন্য আমাকে একটু দূরে যেতে হয়। এদিকে কোন কাজ পাচ্ছি না তো তাই।
সাতক্ষীরা আওয়ামী লীগ কিছু নেতার সাথে কথা বলে জানা গেল, জনগণ বিএনপির অবরোধ কখনো সাড়া দেয়নি। তাছাড়া আমরা বিএনপি’র সকল নাশকতা ও অবরোধ রুখে দিতে প্রস্তুত আছি।
কর্মসূচির ব্যাপারে বিএনপি’র কোন পর্যায়ের নেতারা মুখ খুলতে রাজি হয়নি। তারা বলেন প্রয়োজনে আরো কঠোর অবস্থানে যাওয়ার লক্ষ্য তাদের।