এস আই সুমন,স্টাফ রিপোর্টার,বগুড়াঃ বগুড়া সদরে দুর্বৃত্ত কর্তৃক আরিফ মন্ডল (২৫) নামের ১ যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
নিহত আরিফ সদর উপজেলার সুলতানগঞ্জ পাড়া এলাকার বাসিন্দা। সে বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহুরুল ইসলামের পুত্র।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার শহরতলীর নামাজগড় এলাকায়।
বেশকিছু দিন আগে পরিবারের সাথে আরিফ ওই এলাকায় বাসা ভাড়া থাকতো। ঘটনাস্থল থেকে একটি ধারালো হাসুয়া উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, রাত আনুষ্ঠানিক ১০টার পর ২ টি মোটরসাইকেলে থাকা ৪ জন অজ্ঞাত ব্যক্তি তাকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে মোটরসাইকেল ক্ষিপ্র গতিতে চালিয়ে পালিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ্ জানান, ঠিক কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনি বলা যাচ্ছে না। অনুসন্ধানে আমাদের একাধিক টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। তিনি আরও জানান, নিহতের মাথায় ও হাতে কোপানোর গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে বলে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এস আই সুমন
স্টাফ রিপোর্টার,বগুড়া।
তারিখঃ ৬/১২/২০২৩ ইং