ঢাকাWednesday , 6 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • দেওয়ানগঞ্জে পালিত হলো হানাদার মুক্ত দিবস

    admin
    December 6, 2023 10:56 pm
    Link Copied!

    জাকিউল ইসলাম
    দেওয়ানগঞ্জ(জামালপুর) প্রতিনিধিঃ০১৯৫৪০০৮২৩৬

    জামালপুরের দেওয়ানগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে
    ৬ ডিসেম্বর বুধবার আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে দেওয়ানগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ।

    ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে দেওয়ানগঞ্জ উপজেলাকে পাক হানাদার বাহিনী মুক্ত করেন বীর মুক্তিযোদ্ধাগণ।

    ৬ ডিসেম্বর ভোরে ১১ নম্বর সেক্টরের অধীনস্ত গাজী নাছির কোম্পানীর প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদেরের নেতৃত্বে ১১ সদস্যের একটি মুক্তিযোদ্ধা দল উপজেলার বাহাদুরাবাদ ঘাট এলাকায় অবস্থিত পাকিস্তানী হানাদার বাহিনীর ক্যাম্প আক্রমণ করেন। সে দিন পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকাররা পালিয়ে যায়। পরে সেদিনই জিলবাংলা চিনিকল, তৎকালিন দেওয়ানগঞ্জ কোঅপারেটিভ হাইস্কুল ও একেএম কলেজে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। এ খবরে এ অঞ্চলের আপামোর জনতা খুশিতে রাস্তায় নেমে এসে জয় বাংলা শ্লোগানে মুখর করেন আকাশ বাতাস।

    দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি দেওয়ানগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো. আশরাফ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস,বীর মুক্তিযোদ্ধা তারেকুজ্জামান তারেকের উপস্থাপনায় আলোচনা সভায় মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, শামছুল হক,প্রফুল্ল চন্দ্র রায়, উমেদ আলী, বদিউজ্জামান, সিরাজুল ইসলাম, খালেকুজ্জামান , আহসানুল কবির, শাহাদাত হোসেন প্রমূখ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে বিগত বছরগুলোর মতো এবারও আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com