ঢাকাWednesday , 6 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাদাবাজি করতে যেয়ে আটক

    admin
    December 6, 2023 12:53 pm
    Link Copied!

    যশোরে চাঁদার টাকা না দেয়ায় ব্যবসায়ীকে মারপিটের সময় শাকিল খান নাকে এক চাঁদাবাজকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ ঘটনায় শহরের ধর্মতলা মোড়ের ব্যবসায়ী শেখ ইমরান আটক শাকিলসহ ৬ জনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।

    অপর আসামিরা হলো, আরবপুর কলুপাড়ার ইমরান, ধর্মতলা বাবুর ছেলে শান্ত, একই এলকারার সুজন, আরবপুর মাঠপাড়ার মধুর ছেলে দ্বিপন ওরফে ডাবল ও একই এলাকার সাগর। আটক শাকিল সদরের সুজলপুর গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে।

    মামলার অভিযোগে জানা গেছে, শেখ ইমরান হোসেন সদরের খোলাডাঙ্গার বাসিন্দা। ধর্মতলা মোড়ে রাজা এন্টার প্রাইজ নামে তার একটি রড ও সিমেন্টের দোকান আছে। আসামিরা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ইমরানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

    চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আসামিরা ইমরানকে হত্যার হুমকি দিয়ে আসছিল। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে আসামিরা ইমরানের দোকানে এসে চাঁদার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় আসামিরা চাকু বের করে ইমরানকে হত্যার চেষ্টার করে।

    ইমরানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অন্যরা পালিয়ে গেলে শাকিলকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। এরপর পুলিশে খবর দিয়ে তাকে থানায় সোপর্দ করা হয়। এই ঘটনায় আটক শাকিলের দেয়া তথ্যমতে তার সহযোগীদের নাম—ঠিকানা সনাক্ত করে ইমরান এ মামলা করেছেন। গতকাল মঙ্গলবার আটক শাকিলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

    মঈন উদ্দীন
    এডিপি বাংলা
    যশোর।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST