মোঃ হাসমত আলী অপু,আমার দেশ প্রতিদিন কুষ্টিয়া
গত ০২ ডিসেম্বর “২৩’ তারিখ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দীঘলকান্দি গ্রামে দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দী দুই পক্ষের মধ্যে লাঠি শোঠা ও দেশীয় অস্ত্র দিয়ে দিঘলকান্দি মোল্লাপাড়া গ্রামস্থ মসজিদের সামনে পাকা রাস্তার উপর সংঘর্ষ সংঘঠিত হয়। উক্ত ঘটনায় অনেকে আহত হয়, যার মধ্যে মোঃ জামাল মোল্লা (৪০) পিতা-মৃত আজগর মোল্লা সাং-দিঘলকান্দি উপজেলা দৌলতপুর জেলা-কুষ্টিয়া মৃত্যু বরণ করে। উক্ত হত্যাকান্ডে নিহতের মাতা বাদী হয়ে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় ১০ জনের নাম উল্লেখসহ ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬, তারিখঃ ০৪/১২/২০২৩, ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩২৬ /৩০২/৩০৭/৩৪১/ ৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল ০৫ ডিসেম্বর ২০২৩ তারিখ রাত ০৮:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন অরনকোলা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আমিন ইসলাম (৪৫) পিতা-মোঃ রেজাউল হক সাং-দিঘলকান্দি উপজেলা দৌলতপুর জেলা-কুষ্টিয়াকে মামলার ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়।